রবিবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব দল ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে আমেরিকায়। আর এই বৃষ্টি থেকে বাঁচতে জল ডিঙিয়ে ক্যাবে উঠতে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। সঙ্গে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়ও। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ভাইরাল ওই ভিডিয়োতে কী দেখা গিয়েছে?
সমাজমাধ্যমে ভাইরাল ওই ছবিতে দেখা যায়, বেশ ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকায়। হোটেলের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন রোহিত। হাত দেখিয়ে ক্যাব দাঁড় করান রোহিত। এরপর রাস্তার জমা জল টপকে ছুটে গেলেন অধিনায়ক। ক্যাবে উঠে পড়লেন। একই ভাবে ওই ক্যাবে উঠতে দেখা গিয়েছে রাহুল দ্রাবিড়কেও।