রাজ্যপাঠ গিয়েছে অনেক দিন আগেই। কিন্তু মেজাজটা এখনও অটুট ক্যারিবিয়ান ক্রিকেটে। তারই ঝলক দেখা গেল এবার ব্রিসবেনের গাবায়। অজি ক্রিকেটার উসমান খোয়াজাকে আউট করার পর ক্রিকেট মাঠে প্রথম বার সামার স্লট দিলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন সিনক্লেয়ার। তাঁর এই সেলিব্রেশন এখন ভাইরাল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্টেই অভিষেক হয়েছে কেভিনের। যাঁরা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দেখেন, তাঁরা হয়তো আগেও সিনক্লেয়ারের এই সেলিব্রেশন দেখেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিন সামার স্লট মেরে সবাইকে চমকে দিয়েছেন।
অভিষেক টেস্টে ব্যাট হাতে ৫০ রান করেছেন। আট নম্বরে ব্যাট করতে নেমে এই রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছে ৩১১ রান করে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ৯ উইকেট ২৮৯ রান করে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক উইকেটে ১৩ রান। ব্রিসবেনে ক্যারিবিয়ানরা এগিয়ে ৩৫ রানে।