ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উদযাপন। আর এই উদযাপনে এবার শরিক হতে পারে ভারতীয় ক্রিকেটও। কেন্দ্রের তরফে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব, দেশের মাটিতে একটি ক্রিকেট ম্যাচ আয়োজনের। যেখানে ভারতের বিরুদ্ধে খেলবে বিশ্ব একাদশ। কেন্দ্রের এই প্রস্তাবে তৈরি হচ্ছে রোহিত-বিরাটদের বিরুদ্ধে বাবর আজমদের মাঠে নামার সম্ভাবনা। খেলতে পারেন ডেভিড ওয়ার্নার, জেসন হোল্ডাররা। কেন্দ্রের প্রস্তাব ২২ অগাস্ট এই ম্য়াচ আয়োজন করার জন্য়। সবকিছু ঠিক থাকলে, এই ম্য়াচ হতে পারে দিল্লির ফিরোজ শাহ কোটলা বা কলকাতার ইডেন গার্ডেন্সে। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের প্রস্তাবের উপর ভাবনাচিন্তা শুরু হয়েছে। বোর্ডের একটি সূত্র থেকে জানানো হয়েছে, কেন্দ্রের প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ক্রিকেটারদের পাওয়ার বিষয়টিও। কারণ, ওই সময় ইংল্যান্ডে কাউন্টি চলবে। শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এই মাসের ২২ তারিখ বার্মিহ্যাংমে বসবে আইসিসির বার্ষিক সভা। সেখানে কেন্দ্রের এই প্রস্তাব রাখতে পারেন বিসিসিআইয়ের কর্তারা।
আরও পড়ুন : দ্রাবিড়ের নতুন ভারতের সংসারে পরামর্শদাতা ধোনি
২০ অগাস্ট শেষ হচ্ছে ভারতের জিম্বাবোয়ে সফর। তাই ওই সফরের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে বোর্ড কর্তাদের আশা ওই সফরে না গেলে রোহিত-বিরাটকে এই ম্যাচের জন্য পাওয়া যাবে। কিন্তু সমস্যা হল বিদেশি ক্রিকেটারদের নিয়ে। কারণ, এই ম্যাচ কোনও সরকারি ম্যাচ নয়। তাই তাঁরা কতটা আগ্রহ দেখাবেন, তা নিয়ে খানিকটা ধন্দ্বে বিসিসিআই কর্তারা।