ইডেনে ইতিহাস যুজভেন্দ্র চাহালের। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট তুলে নিলেন তিনি। কলকাতার বিরুদ্ধে বৃহস্পতিবার ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট চাহালের। সব মিলিয়ে ১৮৪টি উইকেট তুলে নিলেন তিনি। ডোয়েন ব্র্যাভোর রেকর্ড ভাঙলেন চাহাল।
২০১৩ সালে অভিষেক করেন চাহাল। ইডেনে আইপিএল কেরিয়ারের ১৪৩তম ম্যাচ খেললেন তিনি। এই ম্যাচেই রেকর্ড গড়লেন তিনি। বৃহস্পতিবার নিজের প্রথম ওভারে বল করতে এসেই উইকেট পান চাহাল। ফেরান অধিনায়ক নীতিশ রানাকে।