আরসিবির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। একদিনের বিশ্রামেই পরবর্তী ম্যাচ। বুধবারই নামছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (CSK)। রাহুলকে ছাড়া গোটা টুর্নামেন্টে বেশ চাপে পড়বে লখনউ সুপার জায়ান্টস।
আরসিবি ম্যাচে ডান উরুতে চোট পেয়েছেন রাহুল। একই সঙ্গে চোট পেয়েছেন জয়দেব উনাদকড়ও। বিরাটদের বিরুদ্ধে হারের পর কঠিন প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ধোনি ব্রিগেডের বিরুদ্ধে কাইলি মেয়ার্স, স্টয়নিস ও নিকোলাস পুরানদের উপর তাই অনেকটা দায়িত্ব। পয়েন্ট টেবিলে ৩ নম্বরে আছে লখনউ। এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফেরাতে চাইছে টিম।
আরও পড়ুন: মাঠে বিরাট-গম্ভীরের বচসা, সোশ্যাল মিডিয়াতেও লখনউয়ের পুরনো টুইট নিয়ে কটাক্ষ আরসিবির
এদিকে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সোয়াই মান সিং স্টেডিয়ামে হেরে ছন্দ হারিয়েছে দল। লখনউর বিরুদ্ধে ধোনিদেরও এবার আইপিএলে ঘুরে দাঁড়ানোর লড়াই।