শততম টেস্টে শূন্য রানে ফিরলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। টেস্টের দ্বিতীয় দিন কোটলাতে ভাল শুরু করতে পারল না রোহিত ব্রিগেড। ভারতীয় টপ অর্ডারকে একাই ধসিয়ে দিলেন নাথান লিয়ন।
কোনও উইকেট না হারিয়ে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ১৭ রানে প্রথমে আউট হয়ে ফেরেন কে এল রাহুল। ৩২ রান করে ফেরেন রোহিত শর্মা। শততম টেস্টে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারা।
আরও পড়ুন: প্রতিপক্ষ ইংল্যান্ড, পরীক্ষার মুখোমুখি ভারতীয় মহিলা দল
১৯.৪ বলে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। দিল্লিতে লড়াইয়ের চেষ্টা করছেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার।