ভারতের মাটিতে আবার 'তাণ্ডব' শুরু হবে। কারণ, ব্য়াট হাতে ফিরছেন ইউনির্ভাসল বস। এবার লেডেন্ডস লিগে মাঠে ফিরছেন ক্রিস গেইল। তাঁর সঙ্গে কে ব্যাট করতে আসবেন জানেন ? শুনলে যে কোনও বোলারের রাতের ঘুম চলে যেতে পারে। সেই ব্যাটারের নাম বীরেন্দ্র সেওয়াগ। গুজরাত জায়ান্টস জার্সিতে এবার খেলবেন গেইল।
গত বছর আইপিএল থেকে বাদ পড়ায় খুব ভেঙে পড়েছিলেন ক্যারিবিয়ান এই তারকা। কথা দিয়েছিলেন ভারতের মাটিতেই ব্য়াট হাতে নামবেন। এমনকী, ফের আইপিএল খেলতে চান বলে আবেদন করে শিরোনামে এসেছিলেন তিনি। ভারতের মাটিতে তাঁর খেলার স্বপ্ন পূর্ণ করল গুজরাত জায়ান্টস। মঙ্গলবার কটকে হাজির হয়েছেন গেইল।
এই টুর্নামেন্টে বীর-গেইল ব্য়াটিং ঝড় দেখার জন্য মুখিয়ে সবাই। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক ক্যারিবিয়ান এই তারকা। তাঁর সঙ্গে যদি সেওয়াগ ওপেন করেন, তা-হলে তো প্রতিপক্ষের কাছে আরও চাপ। ইতিমধ্যেই গেইল জানিয়েছেন, তিনি ফিট। কারণ, একমাস বিশ্রাম নিয়ে এসেছেন।