বর্ধমানের (Burdwan) রাজনন্দিনী কাপ টুর্নামেন্টে প্রধান অতিথি ক্রিস গেইল ( Chris Gayle)। মালির মাঠে গেইলকে দেখার জন্য ভিড় জমান অগণিত ক্রিকেট অনুরাগীরা। গেইল ঝড় সামলাতে কার্যত চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয় বলে অভিযোগ উঠেছে।
রবিবার দুপুর ২টো নাগাদ বর্ধমানে আসেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্রিস গেইল। খেলার আগে হুড খোলা গাড়িতে মাঠ প্রদক্ষিণও করানো হয় তাঁকে। গেইলকে সামনে দেখে উন্মাদনার পারদ বেড়ে যায় অনুরাগীদের।
আরও পড়ুন- কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে পারে বোর্ড, বাদ পড়তে পারেন শিখর ধাওয়ান
প্রতি বছর রাজনন্দিনী কাপ টেনিস টুর্নামেন্টে একাধিক তারকা ক্রিকেটারকে অতিথি করে আনেন আয়োজকরা। এর আগে কপিল দেব, ব্রায়ান লারা, গৌতম গম্ভীর, হরভজন সিংরা এসেছিলেন। এদিন মাঠে ঢোকার আগে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বড় বিপত্তি ঘটার পরিস্থিতি তৈরি হয় বলেও অভিযোগ ওঠে।