লেস্টারশায়ারের বিরুদ্ধে তাঁর ব্যাটে রান বলতে ৩৩ ও ৬৭। তবুও এজবাস্টন টেস্টের আগে বিরাটই তাঁর বাজি বলে জানিয়ে দিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। এই সিরিজে এখনও পর্যন্ত ২-১ এগিয়ে টিম ইন্ডিয়া। তার আগে কোহলির ঢাল হলেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। দ্রাবিড়ের দাবি, যে কোনও সময়ে ফর্মে ফিরতে পারেন বিরাট। আর ফর্মে থাকা কোহলি সবসময় প্রতিপক্ষের কাছে ত্রাস।
২০১৯ সালের নভেম্বর মাস থেকে বিরাটের ব্যাটে এখনও কোনও শতরান নেই। ভারতীয় কোচের মতে, একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে। বিরাট এখন সেই সময়ের মধ্যে আছেন। তা বলে, কোনও ভাবেই বিরাটের সমালোচনা করা যায় না। কারণ বিশ্ব ক্রিকেটে প্রথম তিন সেরা ব্যাটসম্যানের মধ্যে কোহলি অন্যতম বলেই দাবি রাহুল দ্রাবিড়ের।
একইসঙ্গে দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে কোহলির ভূমিকায় বিরাট খুশি রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, যে ভাবে বিরাটকে দলকে অনুপ্রাণিত করছেন, তা তারিফ যোগ্য।