চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স চলে যাওয়ায় নেতৃত্ব নিয়ে একটা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে কলকাতা। আগামী মরশুমে ক্যাপ্টেন কে। আইপিএল নিলামে ২৩ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে নিজেদের দলের ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে কেনার পর জল্পনা ছিল তিনিই কলকাতার অধিনায়ক। একাধিক প্রতিবেদনে দাবি, রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানের উপরই এবার ভরসা করতে চাইছে কলকাতা। তাঁর কাঁধেই নেতৃত্বের ভার তুল দেবে টিম ম্যানেজমেন্ট।
এবার নিলামে প্রথমবার টিম পাননি রাহানে। দ্বিতীয়বার তাঁকে কিনে নেয় কলকাতা। নিলামে বেস প্রাইস ছিল দেড় কোটি। সেই টাকাতেই তাঁকে কিনেছে KKR। আইপিএলে একাধিক দলকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। রঞ্জি ট্রফিতেও মুম্বই টিমের অধিনায়ক। ভারতীয় দলেও নেতৃত্ব দিয়েছেন। তাঁর অভিজ্ঞতাও অনেক। তাই এই অভিজ্ঞ ক্যাপ্টেনেই ভরসা করতে চাইছে কলকাতা। এর আগে KKR টিমের অধিনায়ক হিসেবে নিজের নাম তুলে ধরে পোস্ট করেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর, দাম দিয়ে তাঁকে দলে রাখলেও নেতৃত্ব ছাড়বে না কলকাতা।
এদিকে আইপিএলের নিলামের পর অধিনায়ক নিয়ে চূড়ান্ত দ্বিধায় RCB-ও। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এবার নেই দুপ্লেসিও। তাই অধিনায়ক কে হবে, তা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি RCB। এই পরিস্থিতিতে দলকে ফের নেতৃত্ব দেওয়ার জন্য বিরাটকেই অনুরোধ করতে পারে RCB। নেতৃত্ব দিতে পারেন রজত পাতিদারও। কিন্তু এই নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালস টিমেও কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে একটি ধন্দ দেখা দিয়েছে। দিল্লি ক্যাপিটালস যদিও নিলাম থেকেই কে এল রাহুলের প্রতি আস্থা রাখছেন। ঋষভ পন্থকে রিলিজ করার পর একেবারে নতুন আঙ্গিকে দল গুছিয়েছে দিল্লি। তবে দলে আছেন RCB-এর প্রাক্তন অধিনায়ক দুপ্লেসি ও কলকাতার তারকা পেসার মিচেল স্টার্কও। শেষ পর্যন্ত কে ক্যাপ্টেন হবে, তা ঘোষণা করবে দিল্লি।
এবার মেগা নিলামের পর KKR, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, RCB, লখনউ সুপার জায়ান্ট, মোট পাঁচ টিমেই নতুন অধিনায়ক দায়িত্ব নেবেন। শ্রেয়স আইয়ার পঞ্জাব টিমের অধিনায়ক, তা একপ্রকার নিশ্চিত। মুম্বই ইন্ডিয়ান্স টিমকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সে ক্যাপ্টেন শুভমান গিল। চেন্নাই সুপার কিংসে রুতুরাজ গাইকোয়াড় ও রাজস্থান রয়্যালসে অধিনায়ক থাকছেন সঞ্জু স্যামসন। প্যাট কামিন্সের নেতৃত্বে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।