কেরলের মাটিতে এবার ক্রিকেট। অস্ট্রেলিয়া সিরিজকে অতীত করে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারত। হায়দরাবাদ থেকে তিরুঅনন্তপুরমে গিয়ে হাজির হয়েছেন রোহিত শর্মারা। শেষ ম্য়াচ জিতে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। রানে ফিরেছেন বিরাট কোহলি। যা স্বস্তি ভারতীয় শিবিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদ্বেগ সেই ডেথ ওভার ঘিরেই।
২০১৮ সাল থেকে ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে অপরাজিত দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও চারটি একদিনের ম্যাচ খেলবে প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলার সুযোগ পাবে ভারত। আর এই তিনটি ম্যাচেই ডেথ ওভারের সমস্যা কাটিয়ে নেওয়ার শেষ সুযোগ থাকবে রোহিত শর্মার সামনে।
এই সিরিজে নেই হার্দিক এবং ভুবনেশ্বর কুমার। এখনও অসুস্থ মহম্মদ শামি। তাই, রোহিতের অস্ত্র বুমরা, হর্ষল, দীপক চাহার এবং অর্শদীপ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে রোহিতের চিন্তা এখন লোকেশ রাহুলকে নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ম্যাচেই দানা বাঁধতে পারেনি রাহুলের ব্য়াট।