টি ১০ ক্রিকেটে এক নতুন বিশ্ব রেকর্ড। মাত্র ৪৩ বলেই ১৯৩ রানের ইনিংস খেলে নয়া এই রেকর্ড করলেন হামজা সালিম দার (Hamza Saleem Dar )। টি টেন ক্রিকেটে এর আগে এক ইনিংসে এই রান করেননি কোনও ব্যাটার। এর আগে সর্বোচ্চ রান ছিল ১৬৩।
কাতালুনিয়া জাগুয়ারের হয়ে খেলতে নেমে কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন ২৮ বছরের হামজা। গোটা ইনিংসে ১৯৩ রান করতে মোট ২২ টি ৬ এবং ১৪ টি চার মেরেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ৪৪৯।
আরও পড়ুন - ছক্কা হাঁকাচ্ছেন রিঙ্কু, দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি শুরু ভারতের
গত ৫ ডিসেম্বর ফুটবলের দেশ স্পেনে এই ম্যাচ চলছিল। ইউরোপিয়ান ক্রিকেট সিরিজে কাতালুনিয়া জাগুয়ারের (Catalunya Jaguar ,CJG) মুখোমুখি হয়েছিল সোহাল হসপিটালেট। গোটা ইনিংসে পাঁচজন বোলার ছিলেন পাঁচজনই রান দিয়েছেন হামজাকে।