টেস্ট চলাকালীনই অবসর ঘোষণা করলেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের পেসার জানিয়েছেন, এটাই তাঁর ক্রিকেট জীবনের শেষ টেস্ট ম্যাচ। অ্য়াশেজে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে এই ঘোষণা করেন তিনি। এবিষয়ে বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তৃতীয় দিনের খেলা শেষে ব্রড জানান, এটাই তাঁর শেষ টেস্ট ম্যাচ। খুব ভালো সিরিজ খেলেছেন বলেও জানিয়েছেন। জিতেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন বলে আশাবাদী তিনি। জানা গিয়েছে, পুরো বিষয়টি আগেই সতীর্থদের জানিয়েছিলেন ব্রড।
এবিষয়ে ব্রড বলেন, ‘‘শুক্রবার রাতে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। অ্যাশেজ আমার কাছে সব থেকে প্রিয় সিরিজ়। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে সব সময়ই খুব ভালবাসি।’’
Read More- ভুল জার্সিতে রুট-বেয়ারস্টোরা, অ্যাশেজের তৃতীয় দিনে এমন সিদ্ধান্ত কেন ?
তিনি স্পষ্টত জানিয়েছেন, এনিয়ে খুব একটা আলোড়ন চাননি ব্রড। সেকারণে আগে থেকে প্রকাশ্যে জানানি তিনি। কিন্তু সাজঘরে আগেই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন বলে জানিয়েছেন ব্রড।