Shikhar Dhawan : অবসর নিয়েছেন তবুও মাঠে দেখা যাবে শিখর ধাওয়ানকে, কোন লিগে খেলবেন?

Updated : Aug 26, 2024 18:00
|
Editorji News Desk

সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। কিন্তু অবসরের দু'দিনের মধ্যেই নতুন ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ওপেনার। জানালেন, মাঠে ফিরছেন তিনি। 

কোন প্রতিযোগিতায় মাঠে নামবেন ধাওয়ান? 

ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, আইপিএল বা অন্য কোনও ঘরোয় প্রতিযোগিতা খেলবেন না। তবে, দু'দিনের মধ্যে জানালেন, বাকি কোনও প্রতিযোগিতায় না খেললেও, লেজেন্ডস লিগ ক্রিকেট খেলবেন তিনি।

ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে এই 'লেজেন্ডস লিগ' খেলা হয়। সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর থেকে শুরু করে ইরফান পাঠান সকলকেই এই ম্যাচে দেখা গিয়েছে। এবার এই প্রতিযোগিতা খেলতে চান ধাওয়ানও।

জাতীয় দলের জার্সিতে প্রায় ১৩ বছর খেলেছেন শিখর। সেই সময় টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার জায়গা ছিলেন তিনি। ৩৮ বছরের ধাওয়ান দেশের হয়ে শেষ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বর মাসের।

কী কী রেকর্ড রয়েছে তাঁর? দেখে নেওয়া যাক এক নজরে। 

আন্তর্জাতিক কেরিয়ার

নিজের আন্তর্জাতিক কেরিয়ারে মোট ১৬৭টি ম্যাচ খেলেছেন শিখর। সব ম্যাচ মিলিয়ে তাঁর মোট রান ৬ হাজার ৭৯৩। মোট ১৭ টি সেঞ্চুরি করেছেন তিনি। আর হাফ সেঞ্চুরির সংখ্যা ৩৯টি। 

টেস্ট ফরম্যাট

টেস্ট ফরম্যাটে শিখর ধাওয়ান মোট ৩৪ টি ম্যাচ খেলেছেন। সব ম্যাচ মিলিয়ে তাঁর রান ২ হাজার ৩১৫ টি। সেঞ্চুরি করেছেন ৭টি আর হাফ সেঞ্চুরি রয়েছে ৫টি। 

টি-২০ ফরম্যাট 

টি-টোয়েন্টিতে মোট ৬৮ টি ম্যাচ খেলেছেন ধাওয়ান। রান ১ হাজার ৭৫৯ টি। হাফ সেঞ্চুরি করেছেন ১১টি। 

Cricket

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত