লজ্জার হার চেন্নাই সুপার কিংসের (CSK)। রবিবার হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। উল্টে টিম এমন এক নজির তৈরি করল, যা আইপিএল (IPL 2022) ইতিহাসে প্রথম। এবার প্রথম আইপিএলে মোট ৯ ম্যাচে হারল মাহির চেন্নাই।
আইপিএলের চলতি মরশুমে পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের কাছে দুবার করে হেরেছে চেন্নাই। এছাড়া কলকাতা, লখনউ, বেঙ্গালুরু ও মুম্বইয়ের কাছেও একবার করে হারতে হয়েছে সিএসকে-কে। আইপিএলে এখনও পর্যন্ত মোট সবথেকে বেশি ম্যাচ হেরেছে ডেকান চার্জার্স। ২০০৮ সালে তাঁরা ১২টি ম্যাচে হারে। ২০১২ সালেও ১১টি ম্যাচ হারে ডেকান চার্জার্স। ২০১৫ সালে পঞ্জাব কিংসও ১১টি ম্যাচে হেরেছিল। এক মরশুমে দুবার ১০টি ম্যাচ বা তার বেশি হেরেছে পঞ্জাব কিংস। তালিকায় আছে হায়দরাবাদ, বেঙ্গালুরু ও কলকাতাও।
আরও পড়ুন: বিরাট-রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ ওড়ালেন সৌরভ
রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, পিচ বুঝতে তাঁরই ভুল হয়েছিল। উইকেট বুঝতে কখনও ভুল হত না মাহির। কিন্তু এবার মাঝপথে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ফিরে কয়েকটি ম্যাচ জেতালেও চেন্নাইকে প্লে-অফে নিয়ে যেতে পারলেন না ধোনি।