মহম্মদ সিরাজের ডেলিভারিতে চোট পেয়েছিলেন। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন অসি তারকা ডেভিড ওয়ার্নার। তাঁর পরিবর্তে নামবেন ম্যাথিউ রেনশ।
প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। কোটলায় প্রথম দিন ব্যাট করতে নেমে ২১ রান তুলেছে ভারত। কোটলার উইকেটে প্রত্যেকটি সেশনই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সামলে কতটা ভাল ব্যাট করতে পারবে টিম ইন্ডিয়া, সেদিকে নজর থাকবে।
আরও পড়ুন: মায়ের অসুস্থতা কমেনি, তৃতীয় টেস্টে অধিনায়ক কামিন্সকে ছাড়াই নামছে অস্ট্রেলিয়া
দীর্ঘদিন ফর্মে নেই কে এল রাহুল। দিল্লি টেস্টে বড় রান করার জন্য মুখিয়ে রাহুল। এদিকে টিমে ফিরেছেন শ্রেয়স আইয়ারও। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে লিড দিতে পারে কিনা ভারত, তার দিকেই নজর থাকবে।