ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেও, ধাক্কা খেল ভারত (India)। কারণ, এই ম্যাচ ড্র হতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) পয়েন্ট তালিকায় পিছিয় থাকল টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে ত্রিনিদাদে ভেস্তে গিয়েছে দ্বিতীয় টেস্টের শেষ দিন। তার জেরে পয়েন্ট ভাগাভাগি করতে হল রোহিত শর্মাদের (Rohit Sharma)। ফলে শীর্ষে এখন পাকিস্তান। দ্বিতীয় স্থানে ভারত। এদিকে সিরিজ জিতে বিরাট, সিরাজদের কাছে তিনটি দাবি রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। যার মোদ্দা কথা হল, আগামী সিরিজে নিজেদের আরও উজার করতে হবে।
এই সিরিজের আগে থেকেই সব প্রাক্তনদের দাবি ছিল, ক্যারিবিয়ান সিরিজে তেমন কোনও বেগ পেতে হবে না ভারতীয় দলকে। হলও না। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, এমন হাল্কা সিরিজ অনেক কিছু শিখিয়ে দেয়। তাই এই সফর থেকে তিনটি বিষয় সবাইকে মাথায় রাখতে বলেছেন অধিনায়ক।
আরও পড়ুন : বৃষ্টিতে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা, সিরিজ জিতল ভারত
মূলত একদিনের বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ের উপর জোর দিচ্ছেন রোহিত। জোর দিচ্ছেন বোলারদের রিদিমের উপরেও। তাই ক্যারিবিয়ান সফরে আগামী একদিনের সিরিজে এই ধারাবাহিকতা বজার রাখার কথাই বলছেন তিনি।