কে এল রাহুল কি অবসর নিচ্ছেন! হঠাৎ করে এমনই জল্পনায় তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। অবসরের কি সময় হয়েছে! আলোচনা-পাল্টা যুক্তি, সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা ভেঙে পড়েছেন। কিন্তু সত্যিই কি অবসর ঘোষণা করে দিয়েছেন কে এল রাহুল! সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরছে, যেখানে দেখা যায়, কে এল রাহুলের ইনস্টাগ্রামে স্টোরি। তাতে লেখা, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। কিন্তু সত্যিটা কী! কে এল রাহুলকে কি সত্যিই এমন কোনও বিবৃতি দিয়েছেন! না, অবসর ঘোষণা করেননি তিনি। অন্তত বোর্ড সূত্রে এমনই জানানো হয়েছে।
ঠিক কী হয়েছিল
বৃহস্পতিবার কে এল রাহুল ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। সেই স্টোরিতে তিনি লেখেন, "আমি একটি ঘোষণা করতে চলেছি। নজর রাখুন।" এই পোস্টের পরই ক্রিকেটপ্রেমীরা হামলে পড়েন। গৌতম গম্ভীর কোচ হওয়ার পরই কি তবে সরে দাঁড়ালেন কে এল রাহুল! একেবারে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন! সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থিয়োরি, সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে যায়। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছেন রাহুল! শুক্রবার সকাল থেকে একটি স্ক্রিনশট ঘুরতে থাকে, যেখানে লেখা, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
পোস্টটি কতটা সত্যি
রাহুলের অবসর ঘোষণা নিয়ে জল্পনার পরই তাঁর পারফরম্যান্স নিয়েও কাঁটাছেড়া চলে সোশ্যাল মিডিয়ায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচে নেমেছিলেন কে এল রাহুল। দুই ইনিংসে তাঁর রান সংখ্যা ৩১। ২০২৩ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ভাল ছিল। এই নিয়েও আলোচনা করেন নেটিজেনরা। কিন্তু পরে জানা যায়, যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে, সেটি ভুয়ো। বোর্ডের পক্ষ থেকেও রাহুলের অবসর নিয়ে কিছু জানা যায়নি।
কী ঘোষণা করবেন রাহুল
ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল লিখেছেন, তিনি কিছু একটা ঘোষণা করবেন। কী নিয়ে ঘোষণা করবেন, তা সত্যিই জানা যায়নি। নেটিজেনদের জল্পনা উড়িয়ে অবসর নিয়ে হয়তো ঘোষণা করবেন না রাহুল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আইপিএলের দলবদল নিয়ে ঘোষণা করতে পারেন রাহুল। সামনেই আইপিএলের মেগা নিলাম। বর্তমানে লখনউ সুপারর জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। নিলামে অন্য ফ্র্যাঞ্চাইজি কিনে নিতে পারে তাঁকে। তা নিয়েও কোনও ঘোষণা করতে পারেন রাহুল।