জল্পনা আগে থেকেই ছিল। অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দীনেশ কার্তিক। এবার আইপিএলে আরসিবি টিমের হয়ে নেমেছিলেন। আইপিএলের পরই অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। ১ জুন অবশেষে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ডিকে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন চিঠিও পোস্ট করলেন উইকেটকিপার ব্যাটসম্যান। শেয়ার করলেন একটি ভিডিয়োও।
২০০৪ সালে লর্ডসে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন দীনেশ কার্তিক। দেশের জার্সিতে সব মিলিয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে একটি সেঞ্চুরি আছে তাঁর। নিজের অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর কার্তিক লেখেন, "শেষ কয়েকদিনে অনুরাগীদের ভালবাসা, সমর্থন পেয়ে আমি আপ্লুত। প্রত্যেকে আবেগকে গুরুত্ব দিতে পেরেছি। তার জন্য মন থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই।"