এবার আইপিএলে দারুণ ফর্মে দীনেশ কার্তিক। লিগ তালিকায় নিচের সারিতে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মরশুমে ভাল ফর্মে আছেন দীনেশ কার্তিক। রবিবার ইডেনে নামার আগে মনের কথা জানালেন প্রাক্তন নাইট অধিনায়ক। T20 বিশ্বকাপে খেলতে চান তিনি।
একসময় ইডেনে কেকেআরকে নেতৃত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। সেই ইডেনে আরসিবির জার্সিতে নামার আগে তিনি বলেন, "এখন যে পর্যায়ে আছি, জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চাই। আমি একশো শতাংশ তৈরি। T20 বিশ্বকাপের দলে থাকার জন্য আমার পক্ষে যা যা সম্ভব, সবই করব।"
বোর্ডের কোচ, অধিনায়ক ও নির্বাচকদের উপর ভরসা করছেন দীনেশ কার্তিক। কার্তিক বলেন, "অজিত আগরকর, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, দল পরিচালনার জন্য যোগ্য লোক। ওদের প্রতি আমার পূর্ণ ভরসা রয়েছে। যদি আমাকে যোগ্য বলে মনে করেন, চ্যালেঞ্জের জন্য ১০০ শতাংশ তৈরি।"