আইপিএলের স্লগ ওভারে ম্যাচ উইনিং ইনিংস। চেনা মেজাজে ডিকে। ১০ বলে ২৮ রান। বিধ্বংসী স্ট্রাইক রেট। ৩৮ বছরের কার্তিক কার খেলা দেখে প্রেরণা পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের এক তারকার নাম নিলেন দীনেশ কার্তিক।
আগামী শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামেই কেকেআরের বিরুদ্ধে নামবে আরসিবি। তার আগে কার্তিক জানালেন, কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাঁকে অনুপ্রাণিত করে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পর কার্তিকের কাছে জানতে চাওয়া হয়, তিনি কাকে দেখে অনুপ্রাণিত! সেই সময়ই রিঙ্কুর নাম নেন ডিকে।