অবসরের পরেই নতুন ভূমিকায় দীনেশ কার্তিক। গত ২৪ মে আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এবার তাঁকে দেখা যাবে কোচের ভূমিকায়। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ এবং মেন্টারের দায়িত্ব দেওয়া হল তাঁকে। এবার বিরাটদের কোচিং করাবেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক।
মাত্র ৩৮ দিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছিলেন উইকেটরক্ষক দীনেশ কার্তিক। শেষ তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমেছিলেন। এবার নতুন দায়িত্ব দিয়ে ফের তাঁকে দলে ফিরিয়ে নিল আরসিবি। ইতিমধ্যেই দীনেশকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে দলের তরফে।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে জানানো হয়েছে, আমাদের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে নতুন করে স্বাগত জানাই। নতুন অবতারে ফের দলে ফিরে আসছেন তিনি। পুরুষদের দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসাবে কাজ করবেন। দীনেশকে ক্রিকেট থেকে দূরে রাখা গেলেও তাঁর থেকে ক্রিকেটকে দূরে রাখা সম্ভব নয়। আমাদের অফুরান শুভেচ্ছা এবং ভালবাসা থাকল তাঁর প্রতি।'