IPL 2025 Eden Gardens: ইডেনেই আইপিএলের উদ্বোধন, শেষও হবে এবার কলকাতায়, কতটা তৈরি সিএবি!

Updated : Nov 15, 2024 17:08
|
Editorji News Desk

নভেম্বেরই আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবের জেড্ডায় বসছে নিলামের আসর। তা নিয়ে চলছে উন্মাদনা। তবে তার আগেই জোড়া পুরস্কার পেল ইডেন। কী সেই পুরস্কার! জানা গিয়েছে, ২০২৫ সালে আইপিএলের উদ্বোধন ও ফাইনাল হবে কলকাতাতেই। দায়িত্ব পেল ইডেন গার্ডেন্স। এখনও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আইপিএলের কোনও সূচি ঘোষণা করেনি। তবে এই সুখবর জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। 

কেমন হবে কলকাতা নাইট রাইডার্স টিম! অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা। নিলামের পর জানা যাবে, কেকেআর-কে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কে নেতৃত্ব দেবেন! গত মরশুমে শ্রেয়সের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা এবার ইডেনেই উদ্বোধনী ম্যাচ খেলবে। ফাইনালও হবে এই ইডেনেই। তাই আইপিএলের আগে সুখবর তিলোত্তমার ক্রিকেটপ্রেমীদের কাছে। তবে এখনও বোর্ডের ঘোষণা বাকি। আইপিএলের সূচি প্রকাশ্যে এলেই জানা যাবে উদ্বোধনী ও ফাইনাল কোন স্টেডিয়ামে হবে।

২০২৬ সালে ভারতের মাটিতে T20 বিশ্বকাপ। আগে যদিও জানা গিয়েছিল, বিশ্বকাপের জন্য ইডেনে সংস্করণের কাজ হবে। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, আইপিএলের উদ্বোধন ও ফাইনালের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে ইডেন গার্ডেন্স। এছাড়া বাকি হোম-ম্যাচগুলিও এই মাঠে খেলবে কেকেআর। ২০১৩ ও ২০১৫ সাল। দুবার আইপিএল ফাইনাল হয়েছিল ইডেনে। ওই দুবারই ফাইনালে উঠেছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুবারই এই ইডেন থেকেই চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স।

গত বছর ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের দায়িত্ব পেয়েছিল ইডেন গার্ডেন্স। দুরন্ত একটি ম্যাচ পেয়েছিল ক্রিকেটপ্রেমীরা। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া।  ২০১৬ T20 বিশ্বকাপেও ছেলেদের ও মেয়েদের ফাইনালের দায়িত্ব পেয়েছিল ইডেন গার্ডেন্স। ধর্মশালায় ভারত-পাকিস্তান বাতিল হয়ে যায়। সেই ম্যাচের আয়োজনের দায়িত্ব পায় ইডেন। তখন সিএবি প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ২০২৬ সালে T20 বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে ভারত ও শ্রীলঙ্কা। বড় ম্যাচ পেতে পারে ইডেন গার্ডেন্স। তার আগে আইপিএলের উদ্বোধনী ও ফাইনালও আয়োজন করবে কলকাতা। 

Eden Gardens

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!