২০১৬ সালে ইডেন গার্ডেন্সে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড (England)। কিন্তু হারতে হয় তাঁদের। ২০২২। মেলবোর্নে বিশ্বকাপ জয় জস বাটলারদের। বিশ্বকাপে (T20 World Cup 2022) স্বপ্নভঙ্গ পাকিস্তানের। দুই দলের পকেটেই বিশ্বকাপ জয়ের পর ঢুকছে মোটা অঙ্কের পুরস্কারমূল্য (Prize Money)। কত টাকা করে পাবে দুই টিম!
ফাইনালে জয়ের পর ১৬ লক্ষ ডলার পাচ্ছে ইংল্যান্ড। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এছাড়া গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে ৪০ হাজার ডলার করে পাচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ মোট পুরস্কার মূল্য ১৭ লক্ষ ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকা।
আরও পড়ুন: বিরাট-সূর্যদের হারালেন, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে সেরা স্যাম কারান
এদিকে ফাইনালে হেরেও পাকিস্তান পাবে ৮ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা। গ্রুপ পর্বে তিন ম্যাচে জয়ের পর তারা পাবেন ১ লক্ষ ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
সেমিফাইনালে হারের পর ৪ লক্ষ ডলার পেয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপে চার ম্যাচ জিতে ১ লক্ষ ৬০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি টাকা।