টি-টোয়েন্টি বিশ্বকাপে সব অঙ্ক ওলোট-পালট করে দিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ২০ রানে হারাতেই গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার উপর চাপ তৈরি করল ইংরেজরা। ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান থেকে ছিটকে গেলেন ফিঞ্চরা। এদিনের জয়ের ফলে দু নম্বরে উঠে এল ইংল্যান্ড। সেইসঙ্গে ভেসে থাকল তাদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন। এই গ্রুপে পাঁচ পয়েন্ট করে পেয়েছে নিউজিল্য়ান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। কিন্তু রান রেটে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের থেকে বেশ অনেকটাই পিছিয়ে অজিরা। তাই অ্য়ারন ফিঞ্চদের অবস্থান এখন তিন নম্বরে।
এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে ইংল্য়ান্ড। ব্যাট হাতে ঝড় তুলে দেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ৪৭ বলে ৭৩ রান করেন তিনি। ৫২ রান হেলসের। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানে শেষ হয় কিউইদের ইংনিস। দুটি করে উইকেট নেন ক্রিস ওয়কস এবং স্যাম কারেন।
এর আগে গাব্বায় এই গ্রুপের প্রথম খেলায় সহজেই জয় পায় শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিরুদ্ধে তারা জেতে ৬ উইকেটে। প্রথমে ব্য়াট করে ১৪৪ রান করে আফগানিস্তান। দেড় ওভার আগে ম্য়াচ শেষ করে দেয় এশিয়া সেরারা। গ্রুপের খেলা শেষের আগেই এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল আফগানিস্তান ও নেদারল্য়ান্ডস।