২ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 বিশ্বকাপে রোমহর্ষক ম্যাচে জিতে সেমিফাইনালে ইংল্যান্ড। ইংল্যান্ড জিতে যাওয়ায় ঘরের মাঠে বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। শেষ দু ওভারে জমজমাট লড়াই হয়। স্নায়ুর চাপ সামলে শেষ হাসি হাসে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পর দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই করল ইংল্যান্ড।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। কিন্তু এরপর আর কোনও ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি। ২২ বলে ২২ রান করেন ভানুকা রাজাপক্ষে। ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে শ্রীলঙ্কা। ৩ উইকেট নেন ইংরেজ বোলার মার্ক উড।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে নেয় ইংল্যান্ড। ৪৭ রান করেন ইংরেজ ওপেনার অ্যালেক্স হলস। ৪২ রান করেন বেন স্টোকস। অধিনায়ক জস বাটলারের ব্যাট থেকে আসে ২৮ রান।