পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে চলে এল ইংল্যান্ড। চোটের কারণে দলের সঙ্গে আসেননি হ্যারি ব্রুকস। কিন্তু ভারতের মাটিতে এই সিরিজে সবার নজর কিন্তু একজনের দিকে। তিনি জেমস অ্যান্ডারসন। সোমবার থেকেই হায়দরাবাদে অনুশীলন শুরু করবেন বেন স্টোকসরা।
শেষ অ্যাসেজ সিরিজে অবসর নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। তাই ভারতের মাটিতে ৪১ বছরের অ্যান্ডারসনের উপরেই তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডকে। ৬৯০ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে তৃতীয় স্থানে রয়েছেন এই পেসার। আর ১০ উইকেট নিতে পারলে প্রথম পেসার হিসাবে ৭০০ উইকেট নেওয়ার নজির তৈরি করবেন।
২৫ জানুয়ারি থেকে উপলের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ইংল্যান্ডকে হারাতে রোহিত শর্মাদের পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলতে। শেষবার ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেটাও ১২ বছর আগে।