আকাশদীপ সিংয়ের তিন উইকেট। মহম্মদ সিরাজের ২ উইকেট। ১টি করে উইকেট রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম দিনের শেষে ৯০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০২ রান তুলল ইংল্যান্ড। রাঁচিতে ইংল্যান্ডের হয়ে লড়াই করলেন জো রুট। ১০৬ রানে অপরাজিত তিনি। ৩১ রানে অপরাজিত আছেন অলি রবিনসন।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্য়ান্ড। টেস্ট ক্রিকেটে এদিন অভিষেক করেন বাংলার পেসার আকাশদীপ সিং। বেন ডাকেট, অলি পোপকে একই ওভারে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে নজর কাড়েন বাংলার পেসার। আগেই আউট হয়েছিলেন জ্যাক ক্রলি। কিন্তু নো বল হওয়ায় আউট বাতিল হয়। পরে আকাশদীপের ডেলিভারিতেই ফেরেন ক্রলি।
আরও পড়ুন : দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থই, প্রথম কয়েক ম্যাচে করবেন না কিপিং