এবার দেশের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি আইসিসি। সম্ভবত, প্রথম ম্যাচ শুরু হবে ৫ অক্টোবর। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে। নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৯ নভেম্বর এই মাঠেই বিশ্বকাপের ফাইনাল।
ক্রিকবাজ়ের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চিপকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ভারত। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ১৫ অক্টোবর বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ হতে পারে।
প্রাথমিক সূচি থেকে জানা গিয়েছে, আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতেই পাকিস্তানের ম্যাচগুলি আয়োজিত হবে। এই চার শহর ছাড়াও, কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বইয়ে বিশ্বকাপ আয়োজিত হবে। বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়েছে মোহালি ও নাগপুর। আইপিএল শেষ হওয়ার পর সম্পূর্ণ সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই।