আগামী ২৯ অক্টোবর। বিশ্বকাপের ২৯তম ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড (India Vs England)। কিন্তু তার আগে 'মেন ইন ব্লু' ব্রিগেডের এক জোরে বোলারকে নিয়ে চিন্তিত গতবারের বিশ্বকাপ জয়ী দল। কে সেই জোরে বোলার?
না। মহম্মদ শামি (Mohammed Shami) কিংবা মহম্মদ সিরাজ (Mohammed Siraj) নন। ইংল্যান্ডের কপালে ভাঁজ ফেলেছেন যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
আরও পড়ুন - বিশ্বকাপ জয়ের পরেও সংবর্ধনা দেয়নি, PSG-এর বিরুদ্ধে এখনও ক্ষোভ কমেনি মেসির
বুমরাহের বোলিং নিয়ে রীতিমতো চিন্তিত জস বাটলার (Jos Buttler)-জো রুট (Joe Root)-বেন স্টোকসরা (Ben Stokes)। আর সেই দুশ্চিন্তার কথা অকপটেই স্বীকার করে নিলেন ক্রিস ওকস।
ওকস জানিয়ে দিলেন, চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও সব ফর্মেই রীতিমতো আগুন ঝরাচ্ছেন বুমরাহ।