জোড়া হাফসেঞ্চুরি বিরাট ও ফাফ দুপ্লেসির। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব। বিনা উইকেটে ১০০ রানের বেশি পার্টনারশিপ তৈরি করে আরসিবি।
বিরাট প্রথমে আক্রমণাত্মক খেলা শুরু করেন। কিন্তু বিরাটকে কিছুক্ষণ পর ছাপিয়ে যান দুপ্লেসি। মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ৪০ বলে হাফসেঞ্চুরি করে ফেললেন বিরাটও। ১৪ ওভারে ১১৯ রান তুলে নেয় আরসিবি। এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন দুপ্লেসি। ব্যাটিং করলেও ফিল্ডিং করবেন না।
তবে তিন নম্বরে নেমে চূড়ান্ত ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলেই ০ রানে ফেরেন তিনি। দীনেশ কার্তিকও ফেরেন আর্শদীপ সিংয়ের ডেলিভারিতে। মাহিপাল লোমর ও শাহবাজ আহমেদ অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৭৪ রান তোলে আরসিবি। ২ উইকেট তুলে নিয়েছেন হরপ্রীত ব্রার।
আরও পড়ুন: 'এখন আইপিএল চলছে, কোচকে চাপে ফেলতে চাই না', ধোনির গলায় অবসরের ইঙ্গিত নিয়ে জল্পনা
অধিনায়ক স্যাম কুরান ও রাহুল চাহার ছাড়া সেভাবে ভাল বল করতে পারেননি কোনও বোলারই। আর্শদীপ সিং, হরপ্রীত বার, প্রত্যেকেই প্রথম ২ ওভারে ২০ রানের বেশি খরচ করে ফেলেছেন।