মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু আইপিএল। প্রত্যেক দল নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছে। আইপিএলের আগে তরুণ ক্রিকেটারদের উদ্দেশে পরামর্শ দিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। জানালেন, বিরাটের ফিটনেস দেখে সবার শেখা উচিত।
আইপিএলে বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন কখনও ট্রফি জেতেনি আরসিবি। তবে দলের মধ্যে ফিটনেস নিয়ে পরিবর্তন এনেছেন। নতুন অধিনায়ক ডুপ্লেসি নিজেও এই বয়সে ভাল রকম ফিট। তরুণ ক্রিকেটারদেরও তা অনুসরণ করার পরামর্শ দিলেন ডুপ্লেসি।
আরও পড়ুন: শিবের মাথায় নয়, আদিত্যকে 'শান্ত' করতে আদিত্যর মাথাতেই জল ঢালল রাধা, ভাইরাল প্রোমো
আরসিবি অধিনায়ক ডুপ্লেসি বলেন, "বিরাট দারুণ। পরিশ্রম করেন ও অসম্ভব রকম ফিট। এখনকার খেলাধুলোয় দীর্ঘদিন টিকে থাকতে গেলে এমনই হওয়া উচিত। কোহলি সবার কাছে উদাহরণ। শুধু প্রতিভা থাকলেই হবে না। সাফল্য পেতে গেলে ফিটনেসও প্রয়োজন। অনেকেই প্রতিভাবান আছেন। তবে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শরীরকে যতটা সম্ভব লড়াই করার জন্য তৈরি থাকতে হবে। তার জন্য ফিটনেস প্রয়োজন।" ২০২২ সালে আরসিবি-তে যোগ দেন ফাফ ডুপ্লেসি। এই ফিটনেসই বিরাট ও তাঁকে কাছাকাছি এনেছিল। জানান ফাফ ডুপ্লেসি।