একেই যেন বলে ওস্তাদের মার শেষ রাতে। রঞ্জি ট্রফির(Ranji Trophy) প্রথম ম্যাচেই ব্যাট করতে নেমে হতাশ করেন মনোজ তিওয়ারিরা(Manoj Tiwari)। মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বাংলার(Bengal) প্রথম ইনিংস। কিন্তু প্রথম ইনিংসে বিপর্যয়ের পর চতুর্থ ইনিংসে দুরন্ত লড়ে জয় পেলেন অভিমন্যু ঈশ্বরণরা(Abhimanyu Easwaran)।
কটকে(Cuttack) প্রথম দিন বাংলার বোলাররা দাপট দেখালেও ব্যাটিং বিপর্যয় বরোদাকে(Baroda) বড় রান তোলার সুযোগ করে দেয়। বরোদার (Baroda)প্রথম ইনিংস ১৮১ রানে শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলে বাংলার(Bengal) সামনে ৩৪৯ রানের বিরাট লক্ষ্যমাত্রা রাখে বরোদা। চতুর্থ ইনিংসে সেই রান তোলা চূড়ান্ত কঠিন ছিল।
আরও পড়ুন- Wriddhiman Saha : জাতীয় দল থেকে বাদ পড়েই ঋদ্ধির তোপে সৌরভ-দ্রাবিড়
কিন্তু সেই কঠিন কাজটিকেই সহজ করে দেখালেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu Easwaran)। শুরু থেকেই দায়িত্ব নিয়ে ৭৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। সঙ্গী অনুষ্টুপ মজুমদার(Anustup Majumder) করেন ৩৩ রান। মনোজ তিওয়ারির(Manoj Tiwari) ৩৭ রান বাংলাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। শেষবেলায় শাহবাজ আহমেদ(Shahbaz Ahmed) এবং অভিষেক পোড়েলের(Abhishek Porel) অর্ধশত রান দলকে জয়ের পথ দেখায়। শাহবাজ এবং অভিষেক অপরাজিত থাকেন যথাক্রমে ৭১ রান এবং ৫৩ রানে।