India vs West Indies Preview : চোটমুক্ত রোহিত, ফ্লোরিডায় আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ চায় ভারত

Updated : Aug 08, 2022 16:52
|
Editorji News Desk

প্রথমের ভিসার সমস্য়া। তারপর চোটের চিন্তা। মার্কিন মুলুকে দুই চিন্তা থেকেই আপাতত মুক্ত ভারত। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টস করতে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের সঙ্গে যোগ দেওয়ার পর অনেকটাই সুস্থ তিনি। তাই আজ ফ্লোরিডাতেই সিরিজ সিল করতে চায় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে এখনও ২-১ এগিয়ে রাহুল দ্রাবিড়ের দল। 

সেন্ট কিটসে তৃতীয় টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সময় পিঠের চোট ভুগিয়েছিল হিটম্যানকে। পিঠের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি। বোর্ড সূত্রে জানানো হয়েছে, ভিসা সমস্যা মিটিয়ে মিয়ামিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়।  তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় টিম ম্যানেজেন্টের কাছে দুশ্চিন্তা অবশ্যই শ্রেয়স আইয়ারের অফফর্ম। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ তিনি। ফলে এশিয়া কাপে তো বটেই টি-২০ বিশ্বকাপে তাঁর সম্ভাবনা ক্রমশ কমছে। চলতি টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচে সুযোগ তিনি কাজে লাগাতে পারেন কিনা সেটাই এখন দেখার। শ্রেয়স আইয়ারকে আরও একবার সুযোগ দেওয়া হবে নাকি তাঁর জায়গায় দীপক হুডা সুযোগ পান, সেটা দেখার বিষয় হতে চলেছে।

চোট অনেকটা সারিয়ে উঠলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন হর্ষল প্যাটেল। ফলে প্রথম একাদশে থাকতে পারেন আবেশ খান। অর্শদীপ সিং এখনও পর্যন্ত সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশেষ করে ডেথ ওভারে। এদিন ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন তিনি। সামনেই এশিয়া কাপের দল বেছে নেবেন নির্বাচকরা। সুতরাং এটাই তাঁর কাছে সুযোগ নিজেকে প্রমাণ করার। 

West IndiesIndiaCricket

Recommended For You

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত