প্রথমে বেশ কয়েকটি ম্যাচ খেলেননি , অথচ বিশ্বকাপ শেষে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে উঠে এসেছে তাঁর নামই, তিনি মহম্মদ শামি। এই বিশ্বকাপে তাঁর অন্য রূপ দেখেছে বিশ্ববাসী। এবার শোনা যাচ্ছে, অর্জুন পুরস্কারের দৌড়ে তাঁকে এগিয়ে রাখতে চাইছে BCCI …
এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন মহাম্মদ শামি। অর্জুন পুরস্কারে মনোনয়নের জন্য ক্রীড়ামন্ত্রকের কাছে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে BCCI এর তরফে। প্রাথমিকভাবে তাঁর নাম তালিকায় ছিল না।
এই বিশ্বকাপে মোট ২৪টি উইকেট ঝুলিতে ভরেছেন শামি , অথচ, হার্দিক চোট না পেলে হয়ত এই বিশ্বকাপ খেলাই হত না মহম্মদ শামির।