দুর্ঘটনার কবলে প্রাক্তন ক্রিকেটার প্রবীন কুমারষ মঙ্গলবার রাতে মিরাটে একটি ট্রাক সামনে থেকে এসে ধাক্কা মারেষ গাড়িতে প্রবীনের সঙ্গে ছিলেন তাঁর ছেলে। ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।
মিরাটের পুলিশ কমিশনারের বাংলোর কাছে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবীণের গাড়ি ঠিক পথেই ছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রবীন ও তাঁর ছেলেকে গাড়ি থেকে উদ্ধার করেন। দুর্ঘটনা হলেও খুব বেশি আঘাত লাগেনি তাঁদের।
স্থানীয় বাসিন্দারাই ট্রাকচালককে ধরেন। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ট্রাকচালককে। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করে ওই চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাজিলের কোচ হতে চলেছেন কার্লোস অ্যাঞ্চেলোত্তি, ৬ দশক বাদে বিদেশি কোচ পাচ্ছে নেইমারের দেশ
এর আগেও দুর্ঘটনার কবলে পড়েন প্রবীন কুমার। ২০০৭ সালে টিম ইন্ডিয়ার সুযোগ পাওয়ার পর তাঁকে মিরাটে স্বাগত জানাতে আয়োজন করা হয়। চলন্ত হুজখোলা জিপ থেকে পড়ে যান প্রবীণ।