কে হবেন আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর ? সেই খোঁজ চলছে। তার আগে শাহরুখের দলেই এবার একটা গুরুত্বপূর্ণ পদ পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। এই বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইটদের মহিলা দলের মেন্টর হিসাবে যোগ দিচ্ছেন ঝুলন। এই টুর্নামেন্টের নাইটরা খেলেন ত্রিনবাগো নাইট রাইডার্স হিসাবে।
মহিলাদের আইপিএলেও মেন্টর হিসাবে দেখা গিয়েছে ঝুলনকে। মুম্বই দলের মেন্টর ছিলেন তিনি। মহিলাদের প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীতের মুম্বই। নাইটদের মহিলা দলের মেন্টর হয়ে আপ্লুত চাকদহ এক্সপ্রেস। এরজন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নাইটদের পক্ষ থেকে ভেঙ্কি মাইসোর ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টর হিসাবে ঝুলনের নাম ঘোষণা করেছেন। ঝুলন জানিয়েছেন, ভারতের পাশাপাশি এবার তিনি বিশ্ব ক্রিকেটের মঞ্চেও কাজ করতে পারবেন। গত ১০ বছরে পুরুষ ও মহিলা দল মিলিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স পাঁচটি ট্রফি জিতেছে। নাইটদের দাবি, ঝুলনের মেন্টরশিপে এই ধারা অব্যাহত থাকবে।
২২ অগাস্ট সিপিএলে প্রথম ম্যাচ খেলবে ত্রিনবাগো। জেমাইমা রদ্রিগেজ ও শিখা পাণ্ডের মতো ভারতীয় এবং মিগ ল্যানিং ও জেস জোনাসনের মতো বিদেশি ক্রিকেটার এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগদের জন্য দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।