২০২১ সাল। গাব্বায় ইতিহাস লিখেছিল ভারত। গব্বার শক্ত ঘাঁটিতেই সেই বছর অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। চূর্ণ হয়েছিল অজিদের ৩২ বছরের দর্প। আগামী ১৪ ডিসেম্বর থেকে এই গাব্বার মাটিতেই ফের বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত।
২০২১ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনাই ইন্ডিয়ার লক্ষ্য। কারণ ৯৩ বছরের পুরানো এই গাব্বা স্টেডিয়ামে শেষ বারের মতো ক্রিকেট খেলতে নামছেন রোহিত-বিরাটরা। আগামী বছরের অ্যাসেজের পর ইতিহাস হয়ে যাবে এই স্টেডিয়াম। কারণ এই গাব্বাই হতে চলেছে ২০৩২-ব্রিসবেন অলিম্পিকের মূল স্টেডিয়াম।
রোহিত-বিরাটদের টেস্ট ম্যাচের পর আগামী বছরের শেষে অ্যাসেজ রয়েছে। সেটি এই গাব্বার পিচেই হবে। কিন্তু তার পর ওই সবুজ ঘাসে ইতিহাস হয়ে যাবে ক্রিকেট। শুরু হবে সংস্কারের কাজ। স্টেডিয়ামের পরিকাঠামো তৈরি হবে অলিম্পিকের মতো। বাড়ানো হবে দর্শকাসন। তবে, গাব্বায় আর ক্রিকেট খেলা না হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নতুন স্টেডিয়ামের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু নতুন স্টেডিয়াম কি গাব্বার পরিপূরক হতে পারবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবেন। সেখানেই ক্রিকেট খেলার জন্য ১৮৯৫ সালে এই স্টেডিয়াম তৈরি করা হয়। শোনা যায় কুইন্সল্যান্ডের উপকণ্ঠে ওলুংগাব্বা এলাকার নাম অনুসারে ওই স্টেডিয়ামের নাম দেওয়া হয় 'গাব্বা'। ১৮৯৬ সালে প্রথম গাব্বার মাঠে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা হয়। তার পর সময়ের সঙ্গে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে গাব্বা।
এই স্টেডিয়ামে ক্রিকেট, অজি রুলস ফুটবল বা ফুটি, ফুটবল সবই হয়েছে। এবার এই ঐতিহাসিক গাব্বাতেই হবে অলিম্পিক্স। কারণ এই গাব্বাই হতে চলেছে ২০৩২ অলিম্পিকের মূল স্টেডিয়াম। ২০২৩-এর অলিম্পিকে ক্রিকেট ঢুকে পড়ছে। কিন্তু ব্রিসবেনের এই ঐতিহাসিক স্টেডিয়ামে অলিম্পিকের ক্রিকেটও খেলা হবে না বলেই খবর।