বিশ্বকাপের পর রোহিত-বিরাটদের নতুন কোচ কে হবেন! ক্রিকেটমহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন তারকা ক্রিকেটারদের নামে জল্পনা চলছে। তবে ক্রিকেটপ্রেমীদের অনুমান, কলকাতা নাইট রাইডার্সের (KKR Mentor Gambhir) মেন্টর গৌতম গম্ভীর এই দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে বোর্ডকে শর্ত দিয়েছেন গৌতম গম্ভীর।
T20 বিশ্বকাপের পর কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে টিম ইন্ডিয়ার চুক্তি শেষ হবে। চুক্তি বাড়াতে চাইছেন না দ্রাবিড়। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। ২৭ মে আবেদনের শেষ দিন। পন্টিং, ফ্লেমিং, অনেক বিদেশি ক্রিকেটারদের নামই কোচ হিসেবে উঠে আসছে। আইপিএলে দুরন্ত সাফল্যের পর গম্ভীরকে নিয়ে নতুন করে ভাবছে বিসিসিআই। তাঁদের প্রথম পছন্দ গম্ভীরই। তবে গম্ভীর নাকি বোর্ডকে বিশেষ শর্ত দিয়েছেন। গম্ভীর জানিয়েছেন, তাঁকে যদি গ্যারান্টি দেওয়া হয়, তবেই তিনি আবেদন করবেন।
সোমবারই আবেদন জমা দেওয়ার শেষ দিন। রবিবার আইপিএলের পর হাতে ২৪ ঘণ্টা সময় পাবেন গম্ভীর। ভারতীয় দলের কোচ হলে কলকাতার মেন্টর পদের দায়িত্ব ছাড়তে হবে গম্ভীরকে।