বিশ্ব ক্রীড়ায় ডাচদের খ্যাতি আছে জায়েন্ট কিলার হিসাবেই। সে ফুটবলে হোক বা ক্রিকেটে। সেই সরণিতে থেকে গেল রবিবাসরীয় অ্য়াডিলেড। ডনের শহরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস যা করল, তাতে এই ঘটনা কার্যত চিরস্মরণীয় হয়ে থাকল। তিরিশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ ফের অভিশপ্ত হয়েই থেকে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। ১৯৯২ সালে তারা ছিটকে গিয়েছিল সেমিফাইনাল থেকে। সেটা ছিল সিডনি। আর ২০২২ সালে সেমিফাইনালে ওঠার আগেই ছিটকে গেল টুর্নামেন্ট।
মোক্ষম সময়ে ডাচদের এমন জ্বলে ওঠার কাহিনি অবশ্য়ি নতুন নয়। এর আগে একাধিকবার বিশ্বকাপের মঞ্চে বড়দের লজ্জায় ফেলে দিয়েছে মিনোজ তকমা গায়ে রাখা এই নেদারল্যান্ডস। ২০০৯ এবং ২০১৪ সালে কুড়ি ওভারের বিশ্বকাপে ডাচদের কাছে হেরেছে ইংল্যান্ড। দু বারই ইংরেজদের দর্পচূর্ণ হয়েছে। কারণ একবার তারা হেরেছিল লডর্সে। আর দ্বিতীয়বার তারা বান্ডিল হয়েছিল ৮৮ রানে।
ছোটরা কিন্তু এবার বড়দের বেশ লজ্জায় ফেলেছে। বিশেষ করে আয়ারল্যান্ড। দু বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আইরিশদের কাছে ধরাশায়ী হয়েছে। পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবোয়ে। আর অ্য়াডিলেডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিরাট অঘটন ডাচদের।