ওয়ানডে বিশ্বকাপের আগে ধাক্কা টিম অস্ট্রেলিয়ার (Team Australia)। দক্ষিণ আফ্রিকা সিরিজ (South Africa Series) থেকে চোট পেয়ে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell)। বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ম্যাথিউ ওয়েডকে। এদিকে ফিটনেস পরীক্ষার জন্য দু সপ্তাহ সময় দেওয়া হল ওয়ানডে ক্রিকেটের অন্যতম তারকা কেন উইলিয়ামসনকে।
অস্ট্রেলিয়া টিমের পক্ষ থেকে জানা গিয়েছে, গোড়ালিতে চোট পেয়েছেন। ২০২২ সালে T20 বিশ্বকাপের পর আইপিএল খেললেও অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেননি ম্যাক্সওয়েল। এবার সিরিজের আগে ফের ছিটকে গেলেন। এদিকে আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই চোট পান উইলিয়ামসন। এরপর থেকেই মাঠের বাইরে। অনুশীলন শুরু করলেও এখনও ফিট নন। ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। কিন্তু ততদিন অপেক্ষা করতে রাজি নন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন: ডুরান্ডের সেমিফাইনালে সতর্ক কুয়াদ্রাত, নর্থ ইস্টকে সমীহ করছে ইস্টবেঙ্গল
ইংল্যান্ডের বিরুদ্ধে এবার সিরিজও খেলতে পারবেন না উইলিয়ামসন। বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকেই।