মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল। রান না পেলেও নজির গড়লেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার চার বল খেললেও কোনও রান করতে পারেননি। এই নিয়ে আইপিএলে ১৭বার শূন্য রানে আউট হন আরসিবি-র অলরাউন্ডার।
এবার আইপিএলে রোহিত শর্মাও ১৭বার শূন্য রানে আউট হয়েছেন। এই রেকর্ড আছে দীনেশ কার্তিকেরও। এবার আরসিবির সতীর্থ কার্তিকের সঙ্গে এবার একই আসনে গ্লেন ম্যাক্সওয়েল।
আইপিএলে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন রশিদ খান, পীযূষ চাওলা, সুনীল নারাইন, মনদীপ সিং। তাঁদের পরই আছেন মনীশ পান্ডে ও অম্বাতি রায়ডু। আইপিএলে ১৪ বার শূন্য রানে আউট হয়েছে তাঁরা।