T20 বিশ্বকাপের আগে রোহিত-বিরাটদের পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, "আমাদের দেশের সবাই ভাল ক্রিকেটার। প্রথম একাদশ বাছাই করাই মুশকিল হয়ে যায়। সবাই লম্বা ছয় মারতে পারে। রোহিত, বিরাট, সূর্যকুমার যাদব। আশা করব, ভাল করবে এবার ভারত। হাত খুলে খেলতে হবে।"
রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হতে পারেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট মহলে এই নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগে টিম ইন্ডিয়ার কোচ নিয়ে টুইট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, জাতীয় দলের জন্য গম্ভীর 'ভাল কোচ'। সৌরভ জানান, "গম্ভীর যদি আবেদন করে থাকেন, তা হলে ভারতের জন্য ভাল কোচ হবেন।" মেন্টর হয়ে ফিরে ১০ বছর পর কলকাতা নাইট রাইডার্স টিমকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর।
এদিক বর্তমান বোর্ড সচিব জয় শাহ বলেন, "জাতীয় দলের জন্য কোচ বেছে নেওয়া কঠিন কাজ। নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। এমন কাউকে বেছে নেওয়া উচিত, যারা ভারতীয় ক্রিকেটের কাঠামোকে ভাল বোঝেন।"
জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদনের শেষ দিন ছিল ২৭ মে। কারা আবেদন করেছেন, তা যদিও জানায়নি বোর্ড।