BCCI-এ ইন্টারভিউ দিতে গেলেন গৌতম গম্ভীর। মুম্বইয়ে মঙ্গলবার ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি তাঁর ইন্টারভিউ নেবে। গম্ভীর ছাড়াও আরও এক প্রার্থী ভারতীয় দলের কোচের পদে ইন্টারভিউ দিয়েছেন। দুপুর ১২টা থেকে ইন্টারভিউ পর্ব শুরু হবে। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর।
T20 বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। দ্রাবিড় নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি আর জাতীয় দলের কোচ থাকতে চান না। ২০২১ সালে নভেম্বরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। এরপরই বিরাট-রোহিতদের কোচ হিসেবে গম্ভীরের নামই এগিয়ে।