আইপিএলের প্রথম প্লে-অফে টস জিতে বল করছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত। দলের একটি পরিবর্তন করেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস জিতে হার্দিক জানিয়েছেন, এই পিচে রান তাড়া করার মজা রয়েছে। ধোনিও জানিয়েছেন, টস জিতলে তিনি রান তাড়া করতেন। চেন্নাই দলে কোনও পরিবর্তন নেই।
মাঠে নামার আগে অকপট গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর সাফ কথা, মাঠে কী হবে জানা নেই। তবে তিনি এখনও মহেন্দ্র সিং ধোনির ভক্ত। যা শিখেছেন, সবটাই ধোনির থেকে। তাই প্লে-অফের আগে এটাই চাপ সবার কাছে। কারণ গোটা গুজরাত দলটাই ধোনি ভক্ত।
ঘরের মাঠে আজ এগিয়ে থেকেই শুরু করবে চেন্নাই। কোনও ক্রিকেট বিশেষজ্ঞ নন, এই দাবি আইপিএল থেকে আরসিবিকে ছিটকে দেওয়া ম্যাচের নায়ক শুভমন গিলের। গুজরাতের এই ব্যাটারের দাবি, প্রথম ম্যাচে কী হয়েছিল তা ভুলে গিয়ে নতুন করে এই ম্যাচে শুরু করতে হবে। শুভমনের মতে, একজনই আছেন, যাঁর হাতে এই ম্যাচের সব রিমোট কন্ট্রোল। তিনিই এই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তিনি মহেন্দ্র সিং ধোনির। গিলের দাবি, এই ম্যাচের ডেঞ্জারম্যান একজনই তিনি মাহি ভাই।
এই ম্যাচ থেকে যে জিতবে, সেই দল এই বছরের ফাইনালে উঠবে। যে দল হারবে, তার কাছে আরও একটা সুযোগ থাকবে। চার বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামার আগে চিপকেই এই ম্যাচ ফিনিশ করতে চান হার্দিক।