নতুন ফ্র্যাঞ্চাইজি। নতুন দল। অধিনায়কও একেবারে নতুন। আইপিএলের ফাইনালে প্রথম চ্যাম্পিয়ন টিম রাজস্থান রয়্যালসকে হারিয়ে ট্রফি জয় গুজরাট টাইটান্সের (IPL Champion Gujarat Titans)। ফাইনালে অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তুলে নিলেন ৩ উইকেট। ব্যাট থেকে এল ৩৪ রানের ইনিংস। আর ফাইনালের চাপ মাথায় নিয়ে ম্যাচ ফিনিশ করলেন ডেভিড মিলার (David Miller)। শেষ বলে ছয় মেরে খেলা শেষ করলেন শুভমান গিল (Subhman Gill)।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু গুজরাট টাইটান্স টিমের বোলারদের দাপটে ক্রিজে দাঁড়াতেই পারেননি রাজস্থানের কোনও ব্যাটসম্যান। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে এক উইকেট তুলে নেন রশিদ খান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফেরান রাজস্থানের প্রধান ব্যাটসম্যান জস বাটলার ও ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ও সিমরন হেইটমেরকে। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। ১৩০ রানে অলআউট হয়ে যায় রাজস্থান।
আরও পড়ুন: আইপিএল ফাইনালে লক্ষাধিক দর্শকের সামনে মঞ্চ মাতালেন রণবীর, রহমানের সুরে মাতল মোতেরা
ব্যাট করতে নেমে ভাল শুরু করতে পারেনি গুজরাট টাইটান্সও। প্রথমেই উইকেট খোয়ায় তাঁরা। ৫ রানে ফেরেন ওপেনার ঋদ্ধিমান সাহা। ৮ রানে ফেরেন ম্যাথিউ ওয়েডও। কিন্তু ফাইনালে বেশ আত্মবিশ্বাসী দেখায় শুভমান গিলকে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে বড় রানের পার্টনারশিপ করেন তিনি। যুজভেন্দ্র চাহালের ডেলিভারিতে হার্দিক ফিরতেই আশঙ্কা দেখা যায় গুজরাট শিবিরে। কিন্তু হার্দিকের পরই ক্রিজে নামেন ডেভিড মিলার। ১৯ বলে ৩২ রান আসে 'কিলার' মিলারের ব্যাট থেকে। ১৯ তম ওভারের প্রথম বলেই ছয় মেরে ম্যাচ শেষে দেন শুভমান গিল।