আইপিএল শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার সাংবাদিক বৈঠকে হার্দিক পান্ডিয়া ও কোচ মার্ক বাউচার। মুম্বইয়ের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হার্দিক। জানালেন, কোনও অস্বস্তি হবে না তাঁর।
পাঁচবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। সেই রোহিতকে এবার হঠাৎ করেই সরিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। গুজরাত টাইটান্স থেকে মুম্বইয়ে যোগ দেওয়ার পরই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়। এবার সাংবাদিক বৈঠকে রোহিতকে নিয়ে প্রশ্ন করা হয়। হার্দিক বলেন, "কোনও পার্থক্য হবে ন। রোহিতের নেতৃত্বে টিম যা অর্জন করেছে, সেই ধারাই বজায় রাখব। আমার কেরিয়ারের সবটাই ওর নেতৃত্বে খেলেছি। কিন্তু অস্বস্তি হবে না। কাঁধে সব সময় রোহিতের হাত থাকবে।"
আরও পড়ুন: নয় বছর পর আইপিএল খেলতে কলকাতায় মিচেল স্টার্ক
মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেন হার্দিক পান্ডিয়া। ২০২২ মরশুমে গুজরাত টাইটান্সে যোগ দেন। গুজরাতকে নেতৃত্ব দিয়ে প্রথম বছরই আইপিএলে চ্যাম্পিয়ন করেন হার্দিক।