হার্দিক ইজ ব্যাক। আগামী বছর ঘরের মাঠেই ফিরছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অস্ত্র। আফগানিস্তানের বিরুদ্ধেই তাঁকে মাঠে দেখা যাবে। সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, হার্দিক এখন অনেক সুস্থ। তাই আফগানিস্তানের বিরুদ্ধেই হার্দিক মাঠে ফিরবেন।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতি হিসাবে ১১টি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সূর্য যাদবরা। আর ভারতের শেষ প্রস্তুতি জানুয়ারি মাসে ঘরের মাঠে আফগানিস্তান।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক। পুণের ম্যাচের পর আর তিনি মাঠে ফিরতে পারেননি। সেমিফাইনাল পর্যন্ত কোনও অসুবিধা টের পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে হার্দিকের না থাকার অভাব বোধ করেছিলেন রোহিত।