গত দুদিন আগে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই চুক্তির কাগজ সামনে আসতে শুরু হয়েছে নয়া আলোচনা। ইতিমধ্যেই স্পষ্ট এই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে দুই ক্রিকেটার ইশান কিসান এবং শ্রেয়স আইয়ারকে। বাদ পড়তে পারতেন আরও একজন ? তিনি কে জানেন ?
তিনি হার্দিক পান্ডিয়া। যিনি কার্যত মুচলেকা দিয়ে এই যাত্রায় প্রাণে বেঁচেছেন। এমনটাই দাবি বিসিসিআইয়ের অন্দরে। বৃহস্পকিবারই হার্দিকের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর অভিযোগ ছিল, কেন ফিট হয়ে লাল বলের ক্রিকেট খেলছেন না হার্দিক ?
বোর্ডের একটি সূত্র থেকে দাবি, লাল বলে ক্রিকেট খেলার অনীহা আগেই প্রকাশ করেছিলেন হার্দিক। তিনি জানিয়েছিলেন, সাদা বলের ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছেন। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোটের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলেননি হার্দিক।
ইরফানের প্রশ্ন ছিল, তাহলে কেন ঘরোয়া ক্রিকেটে সাদা বলের টুর্নামেন্টেও পাওয়া গেল না হার্দিককে ? যদিও নতুন কেন্দ্রীয় চুক্তিতে নাম রয়েছে হার্দিক পান্ডিয়ার। বোর্ডের দাবি, তাদের কাছে কার্যত মুচলেকা দিয়েছেন হার্দিক।