টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা,বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। এরপরেই জোর জল্পনা ছিল দলের নতুন অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু বাস্তবে তা হয়নি। হার্দিকের বদলে দলের নতুন অধিনায়ক হন সূর্যকুমার যাদব। তবে, ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের কারণে হার্দিক এবং সূর্যের সম্পর্কে কোনও প্রভাবই পড়েনি সেটাই প্রমাণ হল বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে।
সূর্যের অধিনায়কত্বে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। এরপরেই তিনি কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
কী বলেছেন হার্দিক?
হার্দিকের কথায়, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর যে ধরনের স্বাধীনতা দিয়েছেন, তা পুরো গ্রুপের জন্য দুর্দান্ত। সেটাই প্রত্যেক খেলোয়াড়ের খেলায় প্রভাব ফেলছে। সেই কারণে খেলা উপভোগ করা সম্ভব হয়েছে। ফলে নিজের সর্বোচ্চটা দেওয়া সম্ভব।
এছাড়াও হার্দিক বলেন, 'যখন আপনি ড্রেসিং রুম উপভোগ করতে পারবেন, যখন সবাই সবার সাফল্য উপভোগ করবে, তখন আপনি আরও বেশি কিছু করতে চাইবেন দলের জন্য'।